চৌগাছা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৭ কেজি সোনা উদ্ধার

0
285

স্টাফ রিপোর্টার :  যশোর সীমান্ত হতে ০৭ কেজি ওজনের ৬০ টি স্বর্ণের বার উদ্ধার করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহল দল। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত হুন্ডি, মাদক, চেরাচালান ও স্বর্ণ আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে। এছাড়াও, করোনাকালীন সময়ে চোরাকারবারীদের যেকোন তৎপরতা ও কর্মকান্ড রহিত করনের লক্ষে বিশেষ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও অপারেশনাল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যার ফলশ্রুতিতে গত ০৪ ডিসেম্বর ২০২০ তারিখ ২৩০০ ঘটিকায় বেনাপোল বিওপিতে কর্মরত নায়েক সিগন্যাল মোঃ নুর আলম এর নেতৃত্বে একটি বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে সীমান্ত মেইন পিলার ৩৯ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ পূর্ব কোনে শাহজাদপুর মাঠ হতে মালিকবিহীন অবস্থায় ০৭ কেজি ওজনের ৬০ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৪,৮৯,৩০,০০০/- (চার কোটি ঊননব্বই লক্ষ ত্রিশ হাজার) টাকা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here