ধীর গতির মোবাইল ইন্টানেট দক্ষিণ অঞলে সকল প্রকার অনলাইন কার্যক্রমে প্রতিবন্ধকতা

0
301

 

স্টাপ রিপোর্টার,ডুমুরিয়া,খুলনাঃ-পৃথিবী এক ভয়াবহ ভাইরাস দ্বারা আক্রান্ত ।২০২০ সালে সবচেয়ে ভয়াবহ একটি শদ্ব করনা বা কোভিড -১৯ ।আমাদের প্রিয় মাতৃভ’মি সোনারবাংলা এই ভাইরাস দ্বারা আক্রান্ত ।এই ক্রান্তিলঙ্গে সকল অফিসিয়াল কার্যক্রম,চিকিৎসা,শিক্ষা সবকিছু অনলাইন নির্ভর হয়ে পড়ে । অনলাইন কার্যক্রম পরিচালনার মূলচালিকা শক্তি ইন্টারনেট ।গ্রাম অঞলের ইন্টারনেট লাইন মূলত মোবাইল অপারেটর সেবাদানকারী প্রতিষ্ঠান প্রদান করে থাকে ।বিভিন্ন্ মোবাইল অপারেটর সেবাদানকারী প্রতিষ্ঠান ৩জি,৪জি,৪.৫জি ঘোষনা দিলেও,বাস্তবে দেখাযায় একটি ওয়েব সাইট ওপেন হতে অনেক বেশি সময় লাগে ।
জন জীবন কিছুটা স্বাভাবিক হলেও, শিক্ষাব্যবস্থা সম্পূর্ণ অনলাইন ভিত্তিক ।যেখানে মূলউপাদান ইন্টারনেট ।
অনলাইন ভিত্তিক ক্লাস পরিচালনা জন্য প্রয়োজন হয় ভিডিও দেখা,যেখানে একটি ওয়েব সাইট ওপেন হতে অনেক বেশি সময় লাগে,সেখানে ভিডিও চলার ক্ষেত্রে বাফারিং হতে থাকে । ফলে শিক্ষার্থী সঠিক ভাবে অনলাইন ক্লাসে অংশগ্রহন করতে পারে না ।বিশেষ করে খুলনা জেলার উপকুলবর্তী উপজেলা পাইকগাছা,ডুমুরিয়া,তেরখাদা,দাকোপ ।উক্ত এলাকার শিক্ষার্থীদের সাথে কথাবলেল তারা দ্রুত সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণের দাবি জানায় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here