বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি: বাঘারপাড়া উপজেলা পরিষদের উপনির্বাচনে শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গনসংযোগ অব্যাহত রেখেছেন নৌকা প্রতিকের প্রার্থী ভিক্টোরিয়া পারভিন সাথী। এদিন সকালে দরাজহাট ইউনিয়নের পারকুল, সৈয়দমাহমুদপুর, ছাতিয়ানতলা, বুধপুর, দাতপুর, বলরামপুর, পুখুরিয়া, হাবুল্যাহগ্রামসহ বিভিন্ন স্থানে ভোটারদের সাথে কুশল বিনিময় নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করেন সাথী।
এসময় নৌকার প্রার্থীর সাথে ছিলেন জেলা পরিষদ সদস্য ইকবাল হোসেন , আওয়ামীলীগনেতা অশোক সাহা, রফিকুল ইসলাম ইলিয়াজ , এরাদত হোসেন , বাবলু হোসেন, আকবার পাতি, যুবলীগ নেতা সবুজ সরকার, দিপংকর সরকার ,ইউপি সদস্য আরজিনা বেগম ।
এদিন সন্ধ্যায় রায়পুর বাজারে নির্বাচনী পথসভায় যোগদেন সাথী। রায়পুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজ বিশ্বাসের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, যশোর শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ বিপু, সহকারি অধ্যাপক ও বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, নৌকা প্রতিকের প্রার্থী ভিক্টোরিয়া পারভিন সাথী, জেলা পরিষদের সদস্য প্রকৌশলী আশরাফুল কবির বিপুল ফারাজী,জামদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তিব্বত, রায়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র নেতা শেখ ইউনুচ আলী, ইউপি সদস্য কামাল হোসেন, বাস্তহারালীগ নেতা সুলতান আহম্মেদ, যশোর ছাত্রলীগনেতা জুয়েল আহম্মেদ, জুবায়ের হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক পলাশ আহম্মেদ প্রমুখ।