বারান্দীপাড়ায় যৌতুক দিতে না পেরে ছেলে নিয়ে দারে দারে ঘুরছেন এক গৃহবধু

0
255

স্টাফ রিপোর্টার:  যশোর বারান্দীপাড়া বৌ বাজার এলাকার আব্দুল লতিফের স্ত্রী মমতাজ বেগম। একলাখ টাকা যৌতুক দিতে না পেরে স্বামী ও দেবর মানিক হোসেনের অত্যাচারে আট বছরের শিশু সন্তান নিয়ে দারে দারে ঘুরছেন তিনি। সবশেষে গত ৩ ডিসেম্বর যশোর আদালতে স্বামী ও দেবরের বিরুদ্ধে মামলা করেছেন তিনি। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক টিএম মুসা বিষয়টি আমলে নিয়ে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, ১০ বছর আগে বারান্দীপাড়া বৌবাজার এলাকার মফিজুল হকের ছেলে আব্দুল লতিফের বিয়ে হয়। এরপরই আসামিরা তার কাছে তিনলাখ টাকা যৌতুকের জন্য শারীরিক ও মানুষিক নির্যাতন করতে থাকে। দুই বছর পর তাদের সংসারে এক পুত্র সন্তানের জন্ম হয়। গত আটমাস আগে আসামিরা বাদীর বাড়ি থেকে একলাখ টাকা যৌতুক আনতে বাধ্য করে।কয়েক সপ্তাহ আগে ফের আসামিরা আরো একলাখ টাকা এনে দিতে বলে। কিন্তু বাদী টাকা দিতে না পারায় গত ২৯ নভেম্বর আসামিরা বাদীকে বেধরক মারপিট করে। একপর্যায় আশপাশের লোকজন এগিয়ে এসে বাদীকে যশোর মেডিকেল কলেজ হাসাতালে ভর্তি করে। এরপর সে বিভিন্ন মহলে ঘুরে সমাধান না পেয়ে বাধ্য হয়ে আদালতে মামলা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here