অনিশ্চিত পরিস্থিতি তৈরি হয়েছে -সাদিকা পারভীন পপি

0
443

বিনোদন ডেস্ক :  এখন চলচ্চিত্রের অবস্থা ভালো নয়। করোনায় সব কিছুই অস্বাভাবিক হয়ে পড়েছে। সিনেমা হল খুললেও দর্শক সমাগম তেমন হচ্ছে না। কবে সব ঠিক হবে বলা যাচ্ছে না। একটা অনিশ্চিত পরিস্থিতি তৈরি হয়েছে। এমনভাবেই কথাগুলো বলছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা সাদিয়া পারভীন পপি। হাল সময়ের চলচ্চিত্রের পরিস্থিতি নিয়ে এ নায়িকা আরো বলেন, শুটিং হচ্ছে সিনেমার। হলও খোলা হয়েছে।কিন্তু প্রযোজকরা বড় ছবি মুক্তি দেয়ার সাহস পাচ্ছেন না এই সময়।

আর ছবি মুক্তি দিলেও প্রত্যাশা পূরণ হবার সম্ভাবনা নেই তেমন। কারণ দর্শক করোনায় হলে আসছেন না। আর হলে না আসলে ছবি মুক্তি দিয়েও আসলে লাভ তেমন হবে না। করোনা যত তাড়াতাড়ি যাবে, ততই সবার জন্য মঙ্গল। এদিকে কয়েক মাস আগেই দেশের বাড়ি খুলনা থাকাকালীন করোনায় আক্রান্ত হয়েছিলেন পপি। করোনা জয় করেই ঢাকায় ফিরেছেন। আর ফিরেই কাজে ব্যস্ত হয়ে পড়েন। এরইমধ্যে ইমপ্রেস টেলিফিল্মের নতুন ছবির কাজ করেছেন। ‘ভালোবাসার প্রজাপ্রতি’ শিরোনামের এই ছবি পরিচালনা করছেন রাজু আলীম ও মাসুমা তানি। প্রেম, বাস্তবতা ও করোনাকালে ফ্রন্টলাইনের যোদ্ধাদের নিয়ে ছবিটির গল্প। এরইমধ্যে এর অনেকখানি কাজ শেষ হয়েছে। পপি এ বিষয়ে বলেন, বেশ সুন্দর সমসাময়িক গল্পের একটি ছবি। এখানে কাজ করে বেশ ভালো লাগছে। এরইমধ্যে শুটিং অনেকখানি শেষ হয়েছে। খুব দ্রুতই বাকি কাজ হবে। এছাড়া নতুন কোন সিনেমায় কাজ করা হচ্ছে? পপি উত্তরে বলেন, একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আছি। তবে সে বিষয়ে এখনই বলতে চাই না৷ সব ঠিক হলে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। এর বাইরে আরো বেশ কিছু ছবির প্রস্তাব রয়েছে। তবে সব ছবি করতে চাচ্ছি না। বেছে কাজ করছি। গতানুগতিক কাজ করতে চাচ্ছি না। গল্প ভালো এবং অভিনয়ের সুযোগ রয়েছে এমন কাজই করতে চাই। এবার ভিন্ন প্রসঙ্গে আসি। বিয়েটা হচ্ছে কবে? হেসে পপি বলেন, সেটা তো জানি না। তবে বিয়ে তো করতেই হবে। আল্লাহ যখন চাইবেন তখনই হবে। দেখা যাক কি হয়!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here