মাগুরা প্রতিনিধি ॥ মাগুরা দিনান্ত ক্লাবের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। উদ্বোধনী অনুষ্ঠানে মাগুরার জেলা প্রশাসক ও ক্লাব সভাপতি ড.আশরাফুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেরা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, মাগুরা পৌরসভার মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, জেলা পরিষদ ও মাগুরা পৌরসভার অর্থায়নে ২০ লাখ টাকা ব্যয়ে ক্লাবের সংস্কার কাজ সম্পন্ন হচ্ছে।