যশোরে গাড়ি চুরি মামলায় ২ জনের ২ দিনের রিমান্ড মঞ্জুর

0
367

স্টাফ রিপোর্টার :যশোরে ইজিবাইক ও পিকআপ চুরির পৃথকদুই মামলায় আটক দুইজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার আসামিদের রিমান্ড আবেদনের শুনানী শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন এ আদেশ দিয়েছে। আসামিরা হলেন ধর্মতলা হ্যাচারিপাড়ার জাকির সরদারের ছেলে শাহিন ও বাঘাপাড়ার জামালপুর গ্রামের মোজাহার আলীর ছেলে হাসানুর হোসেন ড্রাইভার।
মামলার অভিযোগে জানা গেছে, গত পহেলা অক্টোবর রাতে সদরের বাগডাঙ্গা গ্রামের কলিম বিশ্বাস একই গ্রামের নুর ইসলামের গ্যারেজে ইজিবাইক চার্জে দিয়ে বাড়ি চলে যান। ভোরে নুর ইসলাম ফোন করে তাকে জানান গ্যারেজের তালা ভেঙ্গে তার ইজিবাইকের সাথে অপর একটি বাইক চুরি করে হয়েছে। এরপর অপরিচিত চোরদের আসামি করে কলিম বিশ্বাস কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ইজিবাইক চুরির সাথে জড়িত থাকার অভিযোগে শাহিনকে আটক করে দুই দিনের রিমান্ড চাইলে রোববার আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
অপরদিকে, বাঘাপাড়ার রুস্তপুর গ্রামের শামিম হাসানের পিকআপ চালাতেন আসামি বাঘারপাড়ার জামালপুর গ্রামের হাসানুর হোসেন ড্রাইভার। শামীম সদরের রামনগর বিহারী ক্যাম্প এলাকায় ভাড়া থাকেন। গত ১২ নভেম্বর রাতে ড্রাইভার হাসানুর প্রতিদিনের মত বিহারী ক্যাম্পের রেজাউল মিস্ত্রীর গ্যারেজের সামনে রেখে বাড়ি চলে যান। পরেরদিন দুপুরে ডাইভার হাসানুর তাকে ফোন দিয়ে জানায় পিকআপ চুরি হয়েগেছে। পরবর্তীতে পিকআপে লাগানো জিপিএস চালু করে দেখতে পান পিকআপ চুরি করে নিয়ে উপশহর হয়ে ঝিকগাছার লাউজানি বাজারে নিয়ে জিপিএস’র সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পরবর্তীতে পিকআপটি উদ্ধারে ব্যর্থ হয়ে শামিম হাসান বাদী হয়ে কোতোয়ালি থানায় হাসানুরসহ অপরিচিত ব্যক্তিদের আসামি করে মামলা করেন। পুলিশ আসামি হাসানুরকে আটক করে ২ ডিসেম্বর পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here