বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে শালিখা উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

0
358
নজমুল হক, শালিখা থেকেঃ কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে শালিখা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়। রবিবার বিকালে বিক্ষোভ মিছিলটি আড়পাড়া বাজার প্রদক্ষিণ করে শালিখা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে শেষ হয়।
মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.শ্যামল কুমার দে, সাধারণ সম্পাদক মোঃ আরজ আলী বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াচুর রহমান, ধনেশ্বরগাতী ইউপি চেয়ারম্যান বিমলেন্দু শিকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বক্তিয়ার লস্কর, সাংগঠনিক সম্পাদক মুন্সী আবু হানিফ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃজেসমিন আক্তার, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মুজিবুর রহমান বিশ্বাস, ছাত্রলীগ নেতা মোজাহার বিশ্বাস ও জাবেরুল ইসলাম সাগর।
বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here