চুকনগর বাজারে ভূমি অফিস রোডে ড্রেনের দূরগন্ধের ফলে সৃষ্টি হচ্ছে বায়ুদূষন,নষ্ট হচ্ছে পরিবেশ

0
270

স্টাপ রিপোর্টার,ডুমুরিয়া,খুলনাঃ-খুলনা জেলার বাণিজ্যিক এলাকা হিসাবে পরিচিত চুকনগর বাজার ।খুলনা জেলার হাট বাজার ইজারার উল্লেখযোগ্য রাজস্ব আয় হয় এই বাজার হতে ।ভৌগলিক অবস্থানের কারনে এ বাজারের প্রতিদিন প্রচুর জনসাধারন অনাগুনা হয় ।সম্প্রাতিক খুলনা রোড নতুন নির্মান করার কারনে বাজারের দুধারে ড্রেন নির্মান করা হয় । বাসস্টান্ড্যা হতে খুলনা রোড হয়ে নতুন ড্রেন ,ভুমি অফিস রোডে পুরাতন ড্রেনের সাথে মিলিত হয়ে পোষ্ট অফিস রোড হয়ে ভদ্রা নদীতে পড়ে ।চুকনগর বাজারে বিভিন্ন আবাসিক বাসার বজ্য,মাছের ডিপুর পানি সহ সকল প্রকার পানি এই ড্রেন দিয়ে প্রবাহিত হয় ।বর্ষা মৌসুমের সময় বেশি পানি প্রবাহিত হওয়ার কারনে কোন সমস্যা না হলেও ,শুকনো বা শীত মৌসুমের সময় ড্রেনের দূরগন্ধের কারনে ব্যাবসায়ী,ক্রেতা ,পথচারী দূরভোগের শিকার হচ্ছে । ড্রেন দূরগন্ধের কারনে একদিকে হচ্ছে বায়ুদূষন অন্য দিকে বায়ুদূষন জনিত বিভিন্ন রোগ দ্বারা আক্রান্ত হচ্ছে বৃদ্ধ,মহিলা,শিশু ।বাজারের ব্যাবসায়ী,ক্রেতা,পথচারী,সুশীল সমাজের প্রতিনিধি সমস্যা সমাধানে বাজার কমিটি ,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,উপজেলা প্রশাসন এর দৃষ্টি আকর্ষণের মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানে জোর দাবি জানায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here