জাতির পিতা বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কলারোয়ায় মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধন

0
322

এমএ সাজেদ, কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সোমবার কলারোয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড আয়োজিত এ মানববন্ধন চলাকালীন প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আকতার হোসেন, সাবেক সংসদ সদস্য বিএম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলি, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন প্রমুখ। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে ও কলারোয়া প্রেসকাবের সভাপতি শিক দীপক শেঠের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যগণ, কলারোয়া প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক রাশেদুল হাসান কামরুল, প্রচার সম্পাদক আকবর আলী, সাংবাদিক সেলিম খান, তরিকুল ইসলাম, রাজু রায়হান, মোস্তফা হোসেন বাবলু, মোজাহিদুল ইসলাম, আরিফ চৌধুরী, সহকারী অধ্যাপক ইউনুছ আলিসহ বিভিন্ন শ্রেণি ও পেশার বিপুল সংখ্যক মানুষ। প্রতিবাদ সভায় বক্তারা কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here