মাগুরা মুক্ত দিবস পালিত

0
393

মাগুরা প্রতিনিধি ঃ মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অপর্ন ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে ৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১১ টায় শহরের নোমানী ময়দানে মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অপর্ন করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, সহসভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র খুরশিদ হায়দাল টুটুল। এছাড়া জেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আদর্শ কলেজ, মাগুরা পৌরসভা সহ বিভিন্ন প্রতিষ্টানের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্প অপর্ন শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত। পরে আছাদুজ্জামান মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভা। জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় এমপি সাইফুজ্জামান শিখরসহ বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here