যশোর উপশহর ই ব্লক থেকে দিন দুপুরে ইজিবাইক চুরির ঘটনায় থানায় অভিযোগ

0
374

 

স্টাফ রিপোর্টার : যশোর উপশহর ই ব্লকস্থ ১৪৩ নং বাড়ির সামনে থেকে এক যুবকের ৭০ হাজার টাকা মূল্যের ইজিবাইক চুরির ঘটনায় কোতয়ালি মডেল থানায় সোমবার অভিযোগ দায়ের করেছে।
যশোর শহরতলী উপশহর ই ব্লক বাসা নং ১৪৩ মৃত ফজলুর রহমানের ছেলে শাহিনুজ্জামান সোমবার কোতয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগে বলেছেন, তার একটি বোরাক ইজিবাইক গাড়ী হলুদ রং ৫ হামকো ব্যাটারী যুক্ত ও ৩ চাকা বিশিষ্ট। তিনি উক্ত ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন। ৬ ডিসেম্বর রোববার দুপুর আড়াইটার সময় উক্ত ইজিবাইক শহর থেকে চালিয়ে দুপুরের খাওয়ার জন্য বাড়িতে যান। ইজিবাইকটি বাড়ির সামনে রেখে ঘরের ভিতর যাই। দুপুরে খাওয়া দাওয়া করে ২ টা ৫০ মিনিটে বাড়ির বাইরে বের হয়ে দেখে ইজিবাইকটি নাই। সংঘবদ্ধ চোরেরা দুপুরের খাওয়ার সুযোগে বাড়ির সামনে রাখা ইজিবাইক নিয়ে সটকে পড়ে। বিভিন্ন স্থানে খোঁজা খুজির এক পর্যায় কোথাও না পেয়ে সোমবার দুপুরে কোতয়ালি মডেল থানায় কর্মরত ডিউটি অফিসার এসআই শারমিনের কাছে শাহিনুজ্জামান ইজিবাইক চুরি সংক্রান্ত অভিযোগ দায়ের করেন। উক্ত এসআই অভিযোগ তদন্তর জন্য উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সাইফুল মালেকের উপর দেওয়া হবে বলে শাহিনুজ্জামানকে জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত চুরি হওয়া ইজিবাইক উদ্ধার হয়নি।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here