যশোরে মাদক ব্যবসায়ীর কারাদন্ড

0
339

স্টাফ রিপোর্টার : যশোরে মাদক মামলায় জাহানার বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে দুই বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও একমাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিক এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত জাহানারা বেগম বেনাপোলের নামাজ সরদার গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী। সাজাপ্রাপ্ত জাহানারা বেগম জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছে।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৭ সালের ১৭ এপ্রিল বেনাপোলের বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে বাওড়কান্দার মোড় থেকে সন্দেহজনক ভাবে জাহানারাকে আটক করে। এ সময় তার কোমরে টেপ দিয়ে পেচানো দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজিবির হাবিলদার জীবন কুমার বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। এ মামলার দীর্ঘ স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামি জাহানারার বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত আসামিকে সাজা প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here