অপর্ণার আশীর্বাদ সম্পন্ন, বিয়ে বৃহস্পতিবার

0
522

বিনোদন ডেস্ক :  বিয়ে করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ। গতকাল গ্রামের বাড়ি চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে তার আশীর্বাদ সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মী অভিনেতা ইরফান সাজ্জাদ ও নির্মাতা শাফায়াত মনসুর রানা। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা সেই অনুষ্ঠানের কিছু ছবি প্রকাশ করেন। তারপরই ছড়িয়ে পড়ে অপর্ণার বিয়ের খবর। গতকাল ধর্মীয় রীতিতে অপর্ণার আশীর্বাদ হয়েছে। আর বিয়ে হবে ১০ ডিসেম্বর । জীবনের ইনিংসে অপর্ণা জুটি বাঁধতে যাচ্ছেন সত্রাজিত দত্তের সঙ্গে।

বরের বাড়ি চট্টগ্রামেই, পেশায় আইটি ইঞ্জিনিয়ার। ২০০৬ সালে ‘লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতা’র মাধ্যমে মিডিয়ায় পা রাখেন অপর্ণা ঘোষ। এই আসরে সেরা পাঁচে জায়গা পান তিনি। তার প্রথম অভিনয় ছিল ‘তবুও ভালোবাসি’ নাটকে। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। টিভি নাটক, মঞ্চ, মডেলিং, চলচ্চিত্র, উপস্থাপনাসহ বিনোদন জগতের প্রায় সবক্ষেত্রেই সরব রয়েছেন এখনও। তার অভিনীত অন্যতম সিনেমার মধ্যে রয়েছে ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘মেঘমল্লার’, ‘মৃত্তিকা মায়া’, ‘সুতপার ঠিকানা’, ‘ভুবন মাঝি’, ‘গণ্ডি’ প্রভৃতি। ২০১৩ সালে ‘মৃত্তিকা মায়া’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here