স্টাফ রিপোর্টার, তালা ॥ সাতক্ষীরা তালা উপজেলা শিরাশুনি গ্রামে আঃ রশিদ গাজীগংদের জমি দখল জীবন নাশের হুমকি দিয়েছে পতিপক্ষ হযরত আলীগংরা। সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে তালা থানায় প্রাণের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়ছে। জিডি নম্বর- ২৪৫। অভিযোগে জানা যায় তালা উপজেলার শিরাশুনি গ্রামে আঃ রশিদ গাজী (৫৫),রফিকুল ইসলাম গাজী (৪৮),আঃ সবুর গাজী (৪০) গংদের সাথে একই এলাকার মৃত ছমির উদ্দীন গাজীর ছেলে হযরত আলী গাজী (৫৮),মৃত আনছার আলী গাজীর ছেলে শহিদুল গাজী(৪৫),মৃত সামছের গাজীর ছেলে লুৎফর গাজী(৫০) মৃত মফেজ উদ্দীন গাজীর ছেলে ইছাক গাজী(৪৫) সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে।
উক্ত ঘটনা কেন্দ্র করে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকালে আঃ রশিদ গাজী গংদের বসতবাড়ির সামনে দাড়িয়ে প্রকাশ্যে হযরত আলী গাজীগংরা তাদের ভোগ দখলিয় সম্পত্তি জবর দখল করবে বলে হুমকি প্রদান করে জীবন নাশের হুমকি দেয়। এ ছাড়া ও রশিদগংদের মিথ্যা মামলার জড়ানোর হুমকি দেওয়া হয়েছে বলে সাধারন ডায়েরীতে উল্লেখ করা হয়েছে। সোমবার মৃত আকাম আলী গাজীর ছেলে মনিরুজ্জামান তালা থানায় সাধারন ডায়েরী করেন যার নাম্বার নং-২৪৫।