পাইকগাছায় আদালতে বিকালে আদেশ, সকালে বাস্তবায়নে এ্যাসিল্যান্ড

0
295

পাইকগাছা প্রতিনিধি ॥ বিকালে আদেশ, সকালে বাস্তবায়নে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে। পাইকগাছা উপজেলা নির্বাহী আদালতে পাল্টাপাল্টি মামলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ বাস্তবায়নে সরেজমিনে উপস্থিত হলেন সহকারী কমিশনার (ভূমি)। ঘটনাটি পাইকগাছা পৌরসভার সরল মৌজায়। জানা যায়, পৌরসভার সরল মৌজায় পানি সরবরাহ ও খাস খাল উন্মুক্ত করার জন্য এ্যাড. শিবুপ্রসাদ সরকার বাদী হয়ে জিনারুল ইসলাম ও তার স্ত্রী এ্যাড. শরিফা খাতুনকে বিবাদী করে পাইকগাছা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে এম.আর- ২০৮/২০ নং মামলা দায়ের করে। অপরদিকে, পাল্টা মামলা করে এ্যাড. শরিফা খাতুন বাদী হয়ে এ্যাড. শিবুপ্রসাদ সহ কয়েকজনকে বিবাদী করে এম.আর-২১৬/২০ নং মামলা করে। মামলায় সোমবার বিকালে আদালতে শুনানী অন্তে উভয়পক্ষের দখলে থাকা সরকারি খাস খালের পানি সরবরাহ সহ উন্মুক্ত করতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে নির্দেশ দেন এবং ওসি, পাইকগাছাকে শান্তি-শৃংখলা বজায় রাখার নির্দেশনা প্রদান করে। সহকারী কমিশনার (ভূমি) মঙ্গলবার সকালে পুলিশ নিয়ে উক্ত জায়গাটি অপসারণ করতে সরেজমিনে হাজির হয়ে অপসারণের কার্যক্রম পরিচালনা করেন। এ্যাড. শরিফা খাতুন জানায়, নালিশী জায়গাটি নিয়ে খুলনা সাব-জজ ৪র্থ আদালতে এসিল্যান্ড সহ অন্যান্যদের বিরুদ্ধে দেঃ ৮৯/২০নং মামলা রয়েছে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে প্রতিপক্ষকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন। এসব বলার পরেও সহকারী কমিশনার (ভূমি) আমার বাড়ীর ঘেরা-বেড়া ভাংচুর করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here