স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের জেলরোড এলাকার কাউন্সিলর অপুর বাড়ির সীমানা থেকে মেহেদি হাসান সাগর (২৪) নামে এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ৮ ডিসেম্বর সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে । কাউন্সিলরের দাবি হত্যার পর তার বাড়ির পাশে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা। হত্যায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। নিহত মেহেদি পেশায় রাজমিস্ত্রি। তিনি যশোর সদর উপজেলার বিরামপুর দণিপাড়ার ফকিরের মোড় এলাকার হানিফ শেখের ছেলে। পুলিশ জানায়, সে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য নেশার আসক্ত ছিল এবং ছিনতাইকারী চক্রের অন্যতম সদস্য ছিল। এ কারণে পরিবারের সাথে তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়। পুলিশের তথ্য অনুযায়ী তাকে পরিকল্পিতভাবে ছূরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
কাউন্সিলর মোকসিমুল বারী অপু জানান, আজ (মঙ্গলবার) সকালে বাড়ির সামনের চা দোকানি দোকান খুলতে এসে লাশ দেখতে পায়। এরপর তাকে জানালে তিনি পুলিশে খবর দেন। তিনি দাবি করেন, ঘটনাস্থলে রক্ত পড়ে নেই। কেবল নিহতের শরীরে ছুরিকাঘাতের রক্তাক্ত চিহ্ন রয়েছে। তার ধারণা হত্যার পর লাশ তার বাড়ির পাশে ফেলে গেছে দুর্বৃত্তরা। যশোর কোতোয়ালী থানার থানার ওসি মোহাম্মাদ মনিরুজ্জামান জানন, কাউন্সিলর অপুর বাড়ির পাশে লাশ পরে ছিল। খবর শুনে ঘটনাস্থলে কোতয়ালী থনার ওসি মোঃ মনিরুজ্জামান , ডিবি ও পিবিআই পুলিশ ছুটে আসেন। জানতে চাইলে কোতয়ালী থানার ওসি মোঃ মনিরুজ্জামান বলেন , নিহতের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কি কারণে কে বা কারা তাকে হত্যা করেছে তা জানার জন্য বিষয়টি গভিরভাবে খতিয়ে দেখা হচ্ছে । এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।