যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের পলাতক ৮ বন্দির ৪জন উদ্ধার

0
215

স্টাফ রিপোর্টার ॥ যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে পালিয়ে যাওয়া ৮ বন্দির মধ্যে চারজনকে উদ্ধার করা হয়েছে। কেন্দ্রের কর্মকর্তারা অভিভাবকদের সাথে যোগাযোগের মাধ্যমে তাদের আটক করেছে। বাকীদেরও দ্রুতই উদ্ধার করা সম্ভব হবে বলে জানিয়েছেন কেন্দ্রের তত্ত্বাবধায়ক।
উদ্ধার হওয়া বন্দি শিশুরা হলো যশোরের হৃদয়, ফারদিন দুর্জয়, খুলনার রোহান গাজী ও নড়াইলের মুন্না গাজী। কেন্দ্রের তত্ত্বাবধায়ক জাকির হোসেন জানান, রোববার দিবাগত রাত ২টা পর কেন্দ্রের ৮ শিশু জানালা ভেঙ্গে পালিয়ে যায়। এরপর তাদের উদ্ধারে কাজ শুরু করেন তারা। অভিভাবক ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় হৃদয়, ফারদিন দুর্জয়, রোহন গাজী ও মুন্না গাজীকে উদ্ধার করে কেন্দ্রে ফেরত আনা হয়েছে। এর মধ্যে তিনজনকে সোমবার রাতে ও একজনকে আজ (গতকাল) সকালে উদ্ধার করে আনা হয়েছে। এছাড়া গোপালগঞ্জের শাহ আলম নামে অপর এক বন্দি শিশুকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চুড়ান্ত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here