শালিখায় ব্র্যাক সামাজিক মতায়ন কর্মসূচির আওতায় গণনাটক অনুষ্ঠিত

0
269

শালিখা মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার শালিখায় ব্র্যাকের সামাজিক মতায়ন কর্মসূচির উদ্যোগে গণনাটক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার তালখড়ি ইউনিয়নের তালখড়ি পল্লী সমাজের সভা প্রধান মেনোকার বাড়িতে এ গণনাটক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- ব্র্যাকের এসএসপিটি মোঃ বাবুল হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন,ব্র্যাক সামাজিক মতায়ন কর্মসূচির এফওসিইপি বিকাশ চন্দ্র বালা। ব্র্যাকের সামাজিক মতায়ন কর্মসূচীর উদ্যোগে করোনা ভাইরাস মোকাবেলায় প্রস্তুতি ও করোনীয় বিষয় নিয়ে জনগণকে সচেতনা করার জন্য ল্যাবটপে এ গণনাটক অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here