এ নিয়ে মন্তব্য করতে চাই না -তাসনিয়া ফারিন

0
606

বিনোদন ডেস্ক : চলতি সময়ের ব্যস্ত টিভি অভিনেত্রী তাসনিয়া ফারিন। সম্প্রতি সঞ্জয় সমদ্দারের পরিচালনায় ‘ট্রোল’ শিরোনামের একটি ওয়েব সিরিজের মধ্য দিয়ে ওয়েব প্ল্যাটফরমে নাম লেখান। এরইমধ্যে এই অভিনেত্রী তিনটি ওটিটি প্ল্যাটফরমের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানান। তার ভাষ্য, ওটিটি প্ল্যাটফরমে এখন অনেক ভালো ভালো কাজ হচ্ছে। ‘ট্রোল’ দিয়ে এই মাধ্যমের কাজ শুরু করেছি। খুব শিগগির আরো তিনটি প্ল্যাটফরমের কাজ শুরু করবো। আমি ওটিটি প্ল্যাটফরমের ভবিষ্যত উজ্জল মনে করি। টিভি নাটকের চেয়ে এখানে ভালো বাজেটে কাজ হচ্ছে।

সম্প্রতি জনপ্রিয় অভিনেতা তাহসানের বিপরীতে ‘কমলা রঙয়ের রৌদ’ শিরোনামের একটি নাটকের শুটিং শেষ করেন তিনি। নাটকে ফারিনের ব্যস্ততা কেমন? উত্তরে তিনি বলেন, প্রতিদিন শুটিং করার মতো কাজ আমার আছে। কিন্তু আমি মাসে ১৫/১৬ দিন কাজ করছি। কাজের ফাঁকে নিজের জন্যও সময় রাখি। পরিবারের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করি। ক্যারিয়ারের শুরু থেকে একক নাটকেই নিয়মিত অভিনয় করছেন। ধারাবাহিকে নেই কেন ফারিন? উারিন বলেন, আমি মনে করি এখন সিঙ্গেলের যুগ। যতটুকু পরিচিতি পেয়েছি সেটা একক নাটক থেকেই। একটা সময় ধারাবাহিক নাটক থেকে আমাদের অনেক শিল্পী জনপ্রিয়তা পেয়েছেন এটা সত্যি। কিন্তু এখন সময়ের সঙ্গে পরিবর্তন এসেছে। এছাড়া খ- নাটকে আমার যে সিডিউল দেওয়া সেখান থেকে ধারাবাহিকের জন্য আমি টানা সময় দিতে পারবো না। সম্প্রতি একজন শিল্পী করোনায় আক্রান্ত হবার পোস্ট দিয়ে আবার শুটিং করেছেন। বিভিন্ন গণমাধ্যমে তাকে নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। একইভাবে শুটিং স্পটেও অনেকে স্বাস্থ্যবিধি মানছেন না বলে জানা যায়। এ নিয়ে আপনি কী বলবেন? উত্তরে তিনি বলেন, এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। বলতে গেলে অনেক কথা বলতে হবে। তার থেকে চুপ থাকা ভালো মনে করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here