আজ শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ৪৯তম মৃত্যুবার্ষিকী

0
356
শহীদ সাংবাদিক সিরাজুদ্দিন হোসেন

স্টাফ রিপোর্টার : আজ ১০ ডিসেম্বর শহীদ সাংবাদিক বুদ্ধীজীবী সিরাজুদ্দীন হোসেনের ৪৯ তম মৃত্যুবার্ষিকী। স্বাধীনতার প্রাক্কালে ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর আল বদর ও রাজাকার বাহিনীর বরবররা তাকে ঢাকার চামেলীবাগের বাসা থেকে ধরে নিয়ে যায়। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। শহীদ সিরাজুদ্দীন হোসেন ছিলেন দৈনিক ইত্তেফাকের কার্যনির্বাহী ও বার্তা সম্পাদক। ১৯৭১ সালের ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যার নীলনকশার প্রথম শিকার হন সিরাজুদ্দীন হোসেন।
তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মাগুরার শালিখা উপজেলার শরুশুনা গ্রামের বাড়িতে পরিবারের পক্ষ থেকে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যশোরের বাঘারপাড়ার খাজুরা সরকারি শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন মহাবিদ্যালয়ে ১৪ ডিসেম্বর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া ঢাকার মোহাম্মদপুর বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে শুভানুধ্যায়ীদের আলোচনা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
শহীদ সিরাজুদ্দীন হোসেন ছিলেন দৈনিক ইত্তেফাকের কার্যনির্বাহী ও বার্তা সম্পাদক। ব্রিটিশ আমলের শেষভাগ থেকে শুরু করে তার সাংবাদিকতা জীবন স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত ব্যাপ্ত। এই পুরো সময়কালে দেশের সকল আন্দোলনের সঙ্গে তার ছিল সরাসরি যোগাযোগ। তিনি তার ক্ষুরধার লেখনীর মাধ্যমে এ দেশের বঞ্চিত মানুষের কথা অসাধারণ দতায় সংবাদপত্রের পাতায় ফুটিয়ে তুলেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here