বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো একটি গানে কন্ঠ দিলেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস। আর তার সঙ্গে গানটিতে কন্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা। গানটির সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটির শিরোনাম ‘তুমি কাছে এলে’। লিখেছেন রবিউল ইসলাম জীবন। ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের জন্য মূলত গানটি করা হয়েছে। ফেরদৌস বলেন, প্রথমবার গাইলাম।
ইমরানের সুরে এখানে আমার সহশিল্পী কনা। নতুন একটি অভিজ্ঞতা। বেশ ভালো লেগেছে। কনা বলেন, ফেরদৌস ভাই ও আমি একসঙ্গে গাইলাম। উনি প্রথম গাইলেও খুব ভালো করেছেন। আমার বিশ্বাস গানটি ভালো লাগবে সবার। ইমরান বলেন, ফেরদৌস ভাই গাইলেন আমার সুরে। সঙ্গে কনা আপু আছেন। বেশ উপভোগ করে আমরা কাজটি করেছি।