জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

0
471

স্টাফ রিপোর্টার: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। বুধবার সকাল ১১ টায় বঙ্গবন্ধু মুর‌্যালের সামনে এই কর্মসূচী পালন করা হয়। এসময় বক্তারা বলেন, কুষ্টিয়ায় জাতির জনকের ভাস্কর্য ভেঙ্গে মৌলবাদি গোষ্টি যে ধৃষ্টতা দেখিয়েছে তা লাখ লাখ শহীদের রক্তের মুক্তিযুদ্ধকে আঘাত হেনেছে। ভাস্কর্য ও দেশ বিরোধী সাম্প্রদায়িক ধর্মন্ধ মৌলবাদিদের অবিলম্বে প্রতিহত করতে হবে। তাদের এই ধৃষ্টতা আগামী দিনে কঠোর হস্তে দমন করতে হবে এজন্য মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পরে সকল শুভশক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা। তারা বলেন, মুক্তিযোদ্ধারা প্রবীন হয়েছে কিন্তু তাদের সন্তানদের শরীরে তাজা রক্ত বয়ছে।একাত্তরে এই মৌলবাদী অপশক্তিকে মুক্তিযোদ্ধারা জবাব দিয়েছে, এখন আবার তারা মাথাচাড়া দিয়ে উঠে সাম্প্রদায়িক উগ্রতা দেখাতে চাইলে মুক্তিযোদ্ধার সন্তানেরা এবার দাঁতভাঙ্গা জবাব দিয়ে দেবে। তারা আরো বলেন, ভাস্কর্যের বিরোধিতা করে জনগণের হৃদয় থেকে বঙ্গবন্ধুকে দূরে রাখা যাবে না। বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। এসময় তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বাংলাদেশ লিবারেশন ফোর্স বাহিনীর বৃহত্তর যশোরের ডেপুটি প্রধান বীর মুক্তিযোদ্ধা রবিউল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সহ সভাপতি খয়রাত হোসেন, হায়দার গণি খান পলাশ, একরাম উদ দৌলা, সাবেক জেলা কমান্ডার মাজহারুল ইসলাম মন্টু, শেখ আব্দুর রাজ্জাক, নজরুল ইসলাম, খাইরুজ্জামান রয়েল, গোলাম রসুল, ইসমাইল হোসেন প্রমুখ। মুক্তিযোদ্ধা আব্দুস সালাম হেলালের পরিচালনায় আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলা সভাপতি কামরুজ্জামান, হিরোক চৌধুরী, তাজুল ইসলাম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here