স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এ্যাসোসসিয়েশন যশোর জেলা শাখার দ্বি বার্ষীক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে দৈনিক স্পন্দন পত্রিকার ফটো সাংবাদিক মনিরুজ্জামান মুনির সভাপতি ও দৈনিক গ্রামের কাগজের ফটো সাংবাদিক নূর ইমাম বাবুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সভাপতি পদে মুনির ৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সূবর্ণভূমি নিউজ পোর্টালের ফটো সাংবাদিক গালিব হাসান পিল্টু পেয়েছেন ৬ ভোট। সাধারণ সম্পাদক পদে নূর ইমাম বাবুল পেয়েছেন ৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দৈনিক েলোকসমাজের ফটো সাংবাদিক এম আর খান মিলন পেয়েছেন ৬ ভোট। নির্াচনে সহ- সাধারণ সম্পাদক পদে এম আর মোহন ৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আল িমোর্জা সিদ্দিকী পেয়েছেন ৭ ভোট। এছাড়া সহ সভাপতি পদে দৈনিক গ্রামের কাগজের ফটো সাংবাদিক এম এ মানিক, কোষাধ্যক্ষ পদে শামসুজ্জামান স্বজন ও দপ্তর সম্পাদক পদে দাউদ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
গতকাল বেলা ১২টা থেকে বিকাল ৩টা পযর্ন্ত বিরতিহীন ভাবে এই নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি শহিদ জয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।