বাঘারপাড়ায় দিলুর বিপুল পোস্টারে আগুন

0
389

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : বাঘারপাড়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী দিলু পাটোয়ারীর আনারস প্রতীকের বিপুল সংখ্যক পোস্টার পুড়িয়ে দেওয়া হয়েছে।
নৌকা প্রতীকের সমর্থকরা পোস্টার পুড়িয়ে দেয় বলে অভিযোগ করেছেন দিলু পাটোয়ারী। তবে এই বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী ভিক্টোরিয়া পারভিন সাথীর বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাতে উপজেলার দরাজহাট ইউনিয়নের হাবুল্যা ঋষিপাড়ায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যশোর থেকে একটি গাড়িতে করে আনারস প্রতীকের পোস্টার নিয়ে বাঘারপাড়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়িটি হাবুল্লা বাজারে পৌঁছালে কয়েক ব্যক্তি সেটি থামিয়ে পোস্টারে আগুন ধরিয়ে দেয়। এতে গাড়ির ভেতর থাকা বিপুল সংখ্যক পোস্টার পুড়ে ছাই হয়ে যায়। তবে চালক গাড়ি নিয়ে দ্রুত স্থান ত্যাগ করায় গাড়িটি রক্ষা পায়।
জানতে চাইলে বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল মামুন ঘটনাস্থল থেকে বলেন, ‘আনারস প্রতীকের পোস্টার পোড়ানোর খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ করছি। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। তদন্ত চলছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here