বৃহস্পতিবার যশোরের সদর ও বাঘারপাড়া উপজেলা পরিষদের উপ নির্বাচন

0
538

স্টাফ রিপোর্টার : আজ যশোর সদর উপজেলা পরিষদ ও বাঘারপাড়া উপজেলা পরিষদের উপ নির্বাচন। যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে ২জন ও বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ নির্বাচনে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে কেন্দ্র করে দুটি উপজেলায় আজ সরকারী সাধারণ ছুটি ঘোষনা করা হয়েছে। এদিকে এই নির্বাচনে ভোট গ্রহণ শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়। নির্বাচন চলাকালে সকল ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে নেয়া হয়েছে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ। পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবিকে রাখা হয়েছে স্ট্রাইকিং ফোর্স হিসেবে। প্রতিটি নির্বাচনী এলাকায় থাকছে একাধিক মোবাইল টিম। নির্বাহী ম্যাজিষ্ট্রেটগন এসব টিমের নেতৃত্ব দিচ্ছেন।
আমাদের বাঘারপাড়া প্রতিনিধি জানান, আজ বৃহস্পতিবার যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন। ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন সংশ্লিষ্ট প্রশাসন। স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব মেনে এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় মাঠে রয়েছেন ম্যাজিস্ট্রেট, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ি আজ সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বাঘারপাড়া উপজেলায় একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ৭শ’ ৭৯ জন। নির্বাচনে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী নৌকা প্রতিকের ভিক্টোরিয়া পারভীন সাথী, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিকের দিলু পাটোয়ারী ও বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতিকের শামছুর রহমান প্রতিদ্বন্দিতা করছেন। জানা গেছে, আইনশৃঙ্খলা রায় উপজেলায় ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। প্রতিটি কেন্দ্রে ৪ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্বে রয়েছেন। এছাড়াও বিজিবি, র‌্যাবসহ পুলিশের ১৬ টি মোবাইল টিম স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছেন। অন্যান্য দায়িত্ব মিলে প্রায় ৫ শতাধিক পুলিশ সদস্য নির্বাচনী মাঠে রয়েছেন। বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল মামুন জানিয়েছেন, ‘উপনির্বাচনে মোট ৬৩ টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৯ টি ভোট কেন্দ্র পুলিশ ঝুকিপূর্ণ হিসাবে বিবেচনায় নিয়েছে। এর মধ্যে ১০ টি অধিক ঝুকিপূর্ণের বিবেচনায় রয়েছে। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য পুলিশ প্রশাসন কঠোর ভূমিকা পালন করবে।’ বাঘারপাড়া উপনির্বাচনে দায়িত্বরত সহকারী রিটার্নিং অফিসার মেহেদি হাসান জানিয়েছেন, ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম ভোট কেন্দ্রে পৌছেছে। সুষ্ঠু নির্বাচনে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
স্টাফ রিপোর্টার মালেকুজ্জামান কাকা জানান, আজ যশোর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন চলবে ভোটগ্রহণ। স্বাস্থ্যবিধি মেনে ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে চার স্তরের নিরাপত্তাসহ আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচনী বিধি অনুযায়ী মঙ্গলবার (৮ ডিসেম্বর) মধ্য রাত থেকে প্রচার-প্রচারণা শেষ হয়েছে।
জেলা ডিএসবির পরিদর্শক (ডিআইওয়ান) মসিউর রহমান জানিয়েছেন, দুই উপজেলায় ১২৯ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে।
সদর উপজেলা পরিষদের সংরতি মহিলা ভাইস চেয়ারম্যান পদে এ্যাডভোকেট সেতারা খাতুন হাঁস প্রতীক ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা মিলি কলস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রয়াত চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলের সহধর্মিনী ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভিক্টোরিয়া পারভিন সাথী নৌকা প্রতীক ও বিএনপি মনোনীত প্রার্থী শামসুর রহমান ধানের শীষ এবং স্বতন্ত্র প্রার্থী দীন মোহাম্মদ দিলু পাটোয়ারী আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, আগামী ১০ ডিসেম্বর সদর ও বাঘারপাড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচন। সদর উপজেলা নির্বাচনে ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৫ ল ৬০ হাজার ৫২৪ জন ভোটারের ভোট গ্রহণ করা হবে ১৭৫টি কেন্দ্রে। ভোট কেন্দ্রে সার্বিক নির্বাচন পরিচালনা করার জন্য ১৭৫ জন প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ১৩ জন পোলিং অফিসার নিয়োজিত থাকবে। এছাড়া নির্বাচনে ভোট গ্রহণের জন্য ১ হাজার ৪শ ৭৮টি ব্যালট বক্স থাকবে। সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে এই নির্বাচনে সদর উপজেলায় ৮৬টি কেন্দ্র ঝুকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে প্রশাসন।
অন্যদিকে, বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে উপজেলায় ভোটার ১ লাখ ৭৩ হাজার ৭৭৯ জন। ৬৩ কেন্দ্রে বুথ রয়েছে ৪২৪ টি। এর মধ্যে ৬৩ কেন্দ্রে ৬৩ জন প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন। ৪২৪ টি বুথে দায়িত্ব পালন করবেন ১ জন করে সহকারী প্রিজাইডিং অফিসার ও প্রতিটি বুথে ২জন করে পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। আর এই উপজেলায় ৬৩টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৪৩টি।
এছাড়া দুটি উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য নিয়োজিত থাকছে। এছাড়া জুডিসিয়াল, নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। করোনার সংক্রমণ থেকে ভোটারদের স্বাস্থ্য সুরতি রাখতে প্রতিটি কেন্দ্রের প্রবেশ পথে সাবান পানির ব্যবস্থা থাকছে। এর সাথে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের জন্য হ্যান্ড স্যানিটাইজার রাখা হয়েছে। পাশাপাশি ভোটার ও ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিতদের বাধ্যতামূলক মাস্কও সরবরাহ করা হবে।
এদিকে, শেষ সময়ের প্রচার-প্রচারণা চালিয়েছেন সদর উপজেলা ও বাঘারপাড়া উপজেলা পরিষদের প্রার্থী ও তার কর্মীরা। নির্বাচনে জয়ী হতে বিভিন্ন কৌশলে ভোটারদের মন জয় করতে শেষ দিনের মতো সকাল থেকে মধ্যরাত অবধি মাঠে ছিলেন প্রার্থীর হাজারোও কর্মী-সমর্থক। দুউপজেলার অংশ নেওয়া ৫ প্রার্থীই সুষ্ঠুভাবে ভোটগ্রহণের আশাবাদী। সেইসাথে সব প্রার্থীই বিজয়ী হওয়ার আশাব্যক্ত করেছেন।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা হুমায়ন কবির জানান, নির্বাচন নিয়ে নির্বাচন অফিস ও প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। নির্বাচনের দিন সকালে নির্বাচনী কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তাদের জেলা নির্বাচন অফিস থেকে প্রত্যেকটি কেন্দ্রের জন্য স্বচ্ছ ব্যালট বক্স, ব্যালট পেপার, হ্যান্ড গাভস, হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হবে। করোনার মধ্যেও যশোরে কয়েকটি নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে। সেই অভিজ্ঞতাকেই কাজে লাগিয়ে সদর ও বাঘারপাড়া উপজেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। নির্বাচন গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা রিটার্নিং অফিস ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here