শ্বশুরের কাছ থেকে পারিশ্রমিক নেন নেহা?

0
339

বিনোদন ডেস্ক :  শ্বশুরের কাছ থেকেও পারিশ্রমিক নেন বলিউড গায়িকা নেহা কক্কর। তিনি নিজেই এমনটা জানালেন। সম্প্রতি কপিল শর্মার শোয়ে হাজির হন বলিউডের এই রিমেক কুইন। সেখানে তাকে বিভিন্ন প্রশ্ন করা হয়। যার মধ্যে অন্যতম, বিয়ের অনুষ্ঠানে নেহা কি তার শ্বশুরমশাইয়ের কাছ থেকে পারিশ্রমিক নিয়েছেন গানের জন্য? কপিলের এমন প্রশ্নের উত্তরে প্রথমে নেহা কক্কর এবং রোহনপ্রীত সিং দুজনেই হেসে ফেলেন। পরে নেহা জানান, তার শ্বশুরমশাই অত্যন্ত ভালো মানুষ। তিনি যদি শ্বশুরমশাইয়ের কাছে পারিশ্রমিক চাইতেনও, তাহলেও তিনি না করতেন না। প্রসঙ্গত গত ২৪ অক্টোবর ২৫ বছরের রোহনপ্রীত সিংয়ের সঙ্গে গাঁটছাড়া বাঁধেন ৩২-এর নেহা কক্কর। তাদের বয়সের ফারাক প্রকাশ্যে আসার পর বিস্তর জল্পনা শুরু হয়। এ নিয়ে বিভিন্ন মন্তব্য করা হলেও, নেহা বা রোহন এ বিষয়ে মুখ খোলেননি। তবে রোহনপ্রীত প্রথমে বিয়ের জন্য রাজি ছিলেন না তার বয়সের জন্য। মাত্র ২৫ বছর বয়সে তিনি কীভাবে বিয়ে করবেন বলে প্রশ্ন করেন। যার উত্তরে নেহা স্পষ্ট জানিয়ে দেন, রোহন যদি বিয়েতে রাজি না হন, তাহলে যেন তিনি গায়িকার জন্য অপেক্ষা না করেন। নেহার উত্তর শুনে এরপর চটপট তাকে বিয়ের প্রস্তাব দিয়ে, তার সঙ্গে গাঁটছাড়া বাঁধেন রোহনপ্রীত সিং।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here