ভাস্কর্যবিরোধী বক্তব্যে পৃষ্ঠপোষকতার অভিযোগে খালেদা-তারেক-ফখরুলের বিরুদ্ধে মামলা

0
576

যশোর ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতাদের ভাস্কর্যবিরোধী বক্তব্যে পৃষ্ঠপোষকতার অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মানহানি মামলা করা হয়েছে।

জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী ঢাকার মুখ্য মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে আজ বুধবার মামলাটি দায়ের করেন। বাদী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া ভাস্কর্যবিরোধী বক্তব্য দেয়ায় হেফাজত ইসলামের আমির জুনায়েদ আহমেদ বাবুনগরী, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মুহাম্মদ মামুনুল হক ও ইসলামী শাসনতন্ত্রের সৈয়দ ফয়জুল করিমকেও মামলার আসামি করা হয়েছে।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন মামলার বাদী এ বি সিদ্দিকী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here