কপিলমুনি কলেজের সাবেক অধ্যক্ষের মৃত্যু

0
220

কপিলমুনি (খুলনা) সংবাদদাতা ঃ পাইকগাছার কপিলমুনি কলেজের সাবেক অধ্যক্ষ সহর আলী গাজী (৭৫) মৃত্যু বরন করেছেন বৃহস্পতিবার সকালে ইন্নলিল্লাহির ওয়াÑইন্নলিল্লাহির রাজেউন। মুত্যুকালে এক মেয়ে স্ত্রী সহ বহু গুনাগ্রহী রেখে গ্যাছেন। তাহার মৃত্যুতে তাৎক্ষনিক এলাকায় শোকের ছায়া নেমে আসে। সহর আলীকে দেখতে শত শত মানুষ ছুটে আসেন মরহুমার বাস ভবনে,এবং শোক শন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান সকল সামাজিক সেচ্ছা সেবী ও শিক্ষা প্রতিষ্টান। মরহুমার জানাজা নামাজ কপিলমুনি কলেজ মাঠে অনুষ্টিত হওয়ার পর গ্রামের বাড়ি শাহজাতপুরে দাফন সম্পন্ন হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here