স্টাফ রিপোর্টার : বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ নির্বাচনে ভোট কারচুপির অবিযোগে নির্বাচন বর্জনের ঘোষনা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী দিলু পাটোয়ারী । দিলুর অভিযোগ নৌকার প্রার্থী ভিক্টোরিয়া পারভীন সাথীর পক্ষে তার কর্মী সমর্থক ও পুলিশ সদস্যরা রাত ১২টার পর থেকে বিভিন্ন কেন্দ্রে ব্যালটে সিল মেরে বাক্স ভরাট করেছে । ফলে এই সাজানো নির্বাচনে অংশ গ্রহণ করার কোন মানে হয় না। যে কারনে দিলু পাটোয়ারি ভোট বর্জনের ঘোষনা দেন। তিনি তার ফেসবুক পেজে ভোট বর্জনের ঘোষনা দিয়ে একটি স্টাটাস পোষ্ট করে ভোট বর্জনের ঘোষনা সকলকে জানিয়ে দেন। বিষয়টি তিনি রাত একটার দিকে নিশ্চিত করেছেন।
এরআগে তিনি রাত ১২টা ৫২ মিনিটে নিজের ফেসবুক পেজে ভোট বর্জনের ঘোষণা দেন।
তিনি অভিযোগ করে বলেন, ‘ভোট ডাকাতি শুরু করেছে। ৬৩ কেন্দ্রে একযোগে ভোট কাটা হচ্ছে। একে একে বিভিন্ন কেন্দ্রে ভোট ডাকাতির খবর আসছে। তারমধ্যে করিমপুর, ইন্দ্রা, জামদিয়া, আন্দুলবাড়িয়া, বহরামপুর, পশ্চিমা, বন্দবিলা রয়েছে।’
এছাড়া তিনি আরো অভিযোগ করেন, তিনি যে বাড়িতে অবস্থান করছেন সেখানে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। তার সঙ্গে কেউ দেখা করতে পারছেন না। এমনকি তার বাইরে বের হওয়ার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন দিলু পাটোয়ারী।
তিনি বলেন, বাঘারপাড়ার জনসাধারণের অনুরোধেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
এ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভিক্টোরিয়া পারভিন সাথী। এছাড়া ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান শামছুর রহমান।
উপ-নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগে থেকেই বাঘারপাড়ায় নানা অঘটন ঘটছে। মারপিট-টেন্ট ভাঙচুরের ঘটনা ঘটছে গত কয়েকদিন ধরে। নৌকাবিরোধী দুই প্রার্থীর অভিযোগ, আওয়ামী লীগের প্রার্থীর লোকজন এইসব কাজে জড়িত। তবে আওয়ামী লীগের প্রার্থী সংবাদ সম্মেলনে এসে এই অভিযোগ অস্বীকার করেছেন।