কেশবপুর ব্যুরো : যশোরের কেশবপুরে সাগরদত্তকাটি আমতলা বিলের পকেট কমিটি বাতিল, হুমকি দিয়ে ডিডে জোরপূর্বক কৃষকের স্বাক্ষর বন্ধের প্রতিবাদে ঘের মালিক কামরুজ্জামানের বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে শতাধিক কৃষক কেশবপুর প্রেসকাবের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও সমাবেশ করেছে। মানববন্ধন শেষে কৃষকরা মিছিল সহকারে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, সাগরদত্তকাটি আমতলা বিলে এলাকার ২২৫ জন কৃষকের ৩০০ বিঘা জমির একটি মাছের ঘের রয়েছে। ২০১৬ সালে ৫ বছর মেয়াদে ঘেরটি লিজ দেয়া হয় কেশবপুর পৌরসভার আলতাপোল এলাকার ঘের ব্যবসায়ী কামরুজ্জামান বিশ্বাসকে। ৩০ পৌষের মধ্যে ঘেরের পানি নিষ্কাশন করে কৃষকের বোরো ধান আবাদ করে দেয়ার কথা থাকলেও তিনি তা না করে ২০১৯ সালের ৩০ ফাল্গুন ঘেরের পানি নিষ্কাশন করেন। যে কারণে কৃষকরা সময়মত বোরো ধান রোপণ করতে পারেনি। শুধু তাই নয় কৃষকদের ধান কাটার মুহূর্তে তিনি ঘেরে লোনা পানি তুলে দিয়ে কৃষকের ৫০ বিঘা জমির ধান নষ্ট করে দেন। তিনি ঘের করার সময় খাল-বেঁড়ি ৪০ হাজার টাকা ও সাদা জমি ২০ হাজার টাকা হারি দিবে বলে কৃষকদের সাথে চুক্তি করেন। কিন্তু তিনি এ শর্ত ভঙ্গ করে খাল-বেঁড়ি ৩০ হাজার টাকা, ডাঙ্গা ১৪ হাজার টাকা করে হারি দিয়ে আসছেন। শুধু তাই নয় ঘের করার মাঝামাঝি সময়ে তিনি ঘেরের প্রভাবশালী সদস্য নুর মোহাম্মদ, বদরুজ্জামান বেবী, সুকুমার জোয়াদ্দারের নের্তৃত্বে ১০/১২ জন ব্যক্তিকে সাথে নিয়ে এলাকায় প্রভাব খাটিয়ে কৃষকদের জিম্মি করে নতুন ডিডে স্বাক্ষর করাতে বাধ্য করান। যার মূল ডিডে ঘের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্জ্ব কিতাব্দী গোলদারের স্বাক্ষর জাল করা হয়। এই জাল ডিডে প্রতারণা করে ঘেরের হারির টাকা কমিয়ে করা হয় খাল-বেঁড়ি ৩০ হাজার টাকা ও সাদা জমি ১৪ হাজার টাকা। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করায় কৃষকরা দ্বিধা-বিভক্ত হয়ে পড়েছে। ফলে সংঘর্ষের আশঙ্কা বিদ্যমান। যে কারণে আমরা ঘেরটি তাকে না দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ কথা জানতে পেরে কামরুজ্জামান বিশ্বাস কৃষকদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি ধামকি দিচ্ছে এবং পরবর্তী ৫ বছরের ডিডে জোরপূর্বক স্বাক্ষর করে নিচ্ছেন। গত ৫ ডিসেম্বর ঘেরের সভাপতি বাড়িতে না থাকার সুযোগে ওই বিলের প্রভাবশালী সদস্য নুর মোহাম্মদ, আনন্দ সরকার নন্দ, কামরুল ইসলাম, আবারও ঘেরের মেয়াদ বাড়ানোর উদ্দেশ্যে মিটিং আহবান করে। যা কৃষকদের বাঁধার মুখে শেষ মুহূর্তে স্থগিত হয়ে যায়। এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে ঘের মালিক কামরুজ্জামান বিশ্বাস ঘের দখলের নাটক করে উল্টো কৃষকদের ফাঁসানোর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় সে এলাকার শান্তিপ্রিয় ১৫/১৬ কৃষকের নামে হয়রানিমূলক মিথ্যা সাধারণ ডায়েরী করেছে। ডিডে স্বাক্ষর না করলে ঘেরের পানি নিষ্কাশনসহ হারির টাকা দিবে না বলেও হুমকি দেয়া হচ্ছে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে এলাকারা কৃষকরা কেশবপুর প্রেসকাবের সামনে ঘের মালিকের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। স্মারকলিপির মাধ্যমে প্রশাসনের ঊধ্বর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। সমাবেশে বক্তব্য দেন, ঘের পরিচালনা কমিটির সভাপতি কিতাব্দী গোলদার, নারান মন্ডল, কৃষ্ণপদ মন্ডল, মাস্টার আব্দুল মজিদ প্রমুখ। এ ব্যাপারে ঘের মালিক কামরুজ্জামান বিশ্বাস বলেন, ঘেরের মেয়াদ এখনও ২ বছর বাকি আছে। অথচ ওই ঘেরে যাদের জমি নেই, প্রতিদ্বন্দ্বী ঘের মালিক তাদের দিয়ে ঘের দখলের ষড়যন্ত্র করছে।
বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে শিক্ষকদের সাথে সেমিনারে নার্গিস বেগম/ সুচিন্তিত শিক্ষা ব্যবস্থা...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, বিএনপি জনগণের ভোটের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তনে বিশ্বাসী। বিগত ১৬ বছর বিএনপি এ...
কিশোর গ্যাং ও চোরাচালান প্রতিরোধে এবং যানজট মুক্ত যশোর উপহার দিতে আইন শৃঙ্খলা...
বিশেষ প্রতিনিধি : জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছেন জেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ। একই সাথে সকলের সহযোগিতায় এই অবস্থার উন্নয়ন...
করোনা ভাইরাস পরীক্ষায় প্রস্তুত যবিপ্রবি: ভিসি ডঃ মজিদ
স্টাফ রিপোর্টার, যশোর থেকে : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের
(যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ বলেছেন, করোনা ভাইরাস পরীক্ষা
করতে প্রস্তুত রয়েছে যবিপ্রবি। পূর্বের ন্যায়...
নগদের টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত প্রাইভেটকারের চালকসহ ৭ জন গ্রেফতার ॥ ৩২ লাখ টাকা...
স্টাফ রিপোর্টার, যশোর থেকে : প্রাইভেটকার থামিয়ে নগদের বিপুল পরিমান
টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৭ জনকে আটক কেেরছ যশোর পুলিশ। উদ্ধার
হয়েছে ৩৩ লাখ ৫ হাজার...
খানা-খন্দে ভরা নাভারন-সাতক্ষীরা মহাসড়ক, জলাবদ্ধতায় নরক যন্ত্রণা
শহিদুল ইসলাম : সড়কটি যেন আর সড়ক নয়, এক ভয়ঙ্কর মৃত্যু ফাঁদ। নাভারন-সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া সাতমাইল বাজার থেকে বেলতলা আমবাজার পর্যন্ত অংশজুড়ে যেন ভয়াল...