মনিরামপুরের ডুমুরখালী বাজার কমিটির নির্বাচন / বিজয়ী সভাপতি আনিছুর সেক্রেটারি রফিকুল

0
424

আনিছুর রহমান:- আইন শৃংখলার কঠোর নিরাপত্তার মধ্েয মনিরামপুর উপজেলার ডুমুরখালী বাজার কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপিিত পদে ২ জন ও সেক্রেটািির পদে ২ জন করে মোট দুটি পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছে। বাজার সংলগ্ন ডুমুরখালী দাখিল মাদ্রাসায় বৃহস্পতিবার দুপর ১২ টা থেকে বিরতীহীন ভাবে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলে। বাজারের ১০৪ জন ব্যবসায়ী ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করেন। নির্বাচনের ফলাফেেল জানা যায়় সভাপতি প্রার্থী আনিছুর রহমান চেয়ার প্রতীকে ৬৯ ভোট পেয়ে়ে জয়ী হয়েছেন এবং প্রতিদ্বন্দি প্রার্থী বাবলুর রহমান চাকা প্রতীকে ৩৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সেক্রেটািির প্রার্থী রফিকুল ইসলাম মাছ প্রতীকে ৬৩ ভোট পেয়ে়ে জয়ী হয়েছেন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী ষষ্টি রায় গোলাপফুল প্রতীকে ৪৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। ভোটগ্রহণে প্রিজাইটিং অফিসার ছিলেন ডুমুরখালী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শামসুর রহমান, সহকারী প্রিজাইটিং ছিলেন মাওলানা আব্দুল কাদের ও মাস্টার হাফিজুর রহমান। নির্বাচন কমিশনের দায়িত্ব্ব্ব পালন করেছেন ডুমুরখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান হাতেম আলী সরদার ও সহকারী নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান। আইন-শৃংখলার দায়িত্বে ছিলেন ঝাঁপা পুলিশ ক্যাম্পের এএসআই মোয়াজ্জেম হোসেনসহ পুলিশ সদস্য বৃন্দ। এদিকে শেষ মুহূত্বে নির্বাচন দেখতে আসেন হরিহর নগর ইউনিয়ন আ,লীগের সভাপতি ও চেয়ারম্যান জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক রিপন ধরসহ নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here