মাগুরায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

0
223

মাগুরা প্রতিনিধি : মাগুরায় আনÍর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মাগুরা প্রেসকাবের সামনে গতকাল বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন ও সমাবেশ হয়েছে । বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্টী অধিকার আন্দোলন মাগুরা শাখা এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে । মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিডিইআরএম মাগুরা শাখার সভাপতি বলরাম বসাক,সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস মন্টু,সংগঠনের উপদেষ্টা ডাক্তার কাজী তাসুকুজ্জামান, প্রভাষক শিকদার ওয়ালিউজ্জামান,সদস্য কমলেশ চন্দ্র ঘোষ,পলাশ মৈত্র, নরিতা সরকার,মনিরুল আলম গুড্ডু,মিঠুন দাস,ইউপি সদস্য স্বপন বিশ্বাস ও সুবোধ বিশ্বাস প্রমুখ । সমাবেশে বক্তারা ৮ দফা দাবী তুলে ধরে আদমশুমারী-২০২১ এ দলিত জনগোষ্ঠীর জন্য আলাদা তথ্য সংগ্রহ ও অর্ন্তভূক্ত করা ,জাতীয় বাজেটে দলিত জনগোষ্টীর জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচী বরাদ্দ বৃদ্ধি করতে হবে ও জাত পাত এবং পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে আইন কমিশন সুপারিশকৃত প্রস্তাবিত “বৈষম্য বিলোপ আইন ” দ্রুত প্রণয়নসহ নানা সুপারিশ তুলে ধরেন তারা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here