বাঘারপাড়ায় নির্বাচনী সহিংসতায় আহত নৌকা সমর্থক খালেদুর রহমান টিটো মারা গেছেন

0
410

স্টাফ রিপোর্টার :  বাঘাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ নির্বাচনে নৌকা প্রতীকের আহত  সমর্থক  খালেদুর রহমান টিটো আজ সকালে ঢাকায় মারা গেছেন। গতকাল রাতে বাঘারপাড়ার বেতালপাড়ায় প্রতিপক্ষের হামলায় তিনি আহত হন। রাতেই তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে অবস্থা গুরতর হওয়ায় রাতেই তাকে ঢাকায় রেফার করা হয়।
যশোরের পুলিশ সুপার আশরাফ হোসেন জানান, গতকাল রাত ৮ টার দিকে নৌকা প্রতীকের সমর্থক খালেদুর রহমান টিটোসহ অনেকেই বেতালপাড়ায় অবস্থান করছিলেন। তারা জানান, এ সময় স্বতন্ত্র প্রার্থী দিলুপাটোয়ারির ভাই দিন মহম্মদ পাটোয়ারির নেতৃত্বে সেখানে হামলা করা হয়। এতে খালেুদর রহমান টিটো গুরুতর জখম হন। রাতেই তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে তাকে ঢাকায় রেফার করা হয়। আজ সকাল ৯ টার দিকে তিনি মারাগেছেন। নিহত টিটো বেতালপাড়া গ্রামের মোন্তাজ মোল্লার ছেলে। এ ব্যাপারে থানায় এখনো কোন মামলা হয়নি। হলে পরবর্ত আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে জানান পুলিশ সুপার আশরাফ হোসেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here