যশোরে ৮ বছর বয়সের ছেলে শিশু বলাৎকারের শিকার

0
325

স্টাফ রিপোর্টার : যশোরে আট বছর বয়সী এক ছেলে শিশু বলাৎকারের শিকার হয়েছে। শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কমলচন্দ্র কর্মকার (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহরের ষষ্ঠিতলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
শিশুটির বাবা মোহাম্মাদ শাহীন জানান, শহরের ষষ্ঠিতলাপাড়ার কমলচন্দ্র কর্মকার তার সন্তানকে বল দেওয়ার কথা বলে ফুঁসলিয়ে নিজ ঘরে নিয়ে বল্যাৎকার করে। এতে শিশুটির রক্তক্ষরণ শুরু হয়। শিশুটি বাড়িতে ফিরলে তার কাছ থেকে ঘটনা শুনে তিনি কোতয়ালী থানায় অভিযোগ দেন। এরপর অভিযান চালিয়ে ষষ্ঠিতলা এলাকা থেকেই কমলচন্দ্র কর্মকারকে আটক করে পুলিশ।
যশোর কোতয়ালী থানার ইনসপেক্টর (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, কমলচন্দ্র কর্মকারকে দুপুরেই আটক করা হয়েছে। এছাড়া নির্যাতিত শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসার পাশাপাশি ওই শিশুর ডাক্তারি পরীক্ষা করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এ ঘটনায় শিশুটির বাবা মোহাম্মাদ শাহীন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here