যশোর রেলগেটে টাইলস ব্যবসায়িকে জখম করে ৫৫ হাজার টাকা ছিনতাই

0
312

স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার সকালে চিহ্নিত সন্ত্রাসীরা যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার একজন টাইলস ব্যবসয়িকে জখম করে ৫৫ হাজার টাকা ছিনতাই করেছে। আহত ঐ টাইলস ব্যবসায়ি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত ব্যবসায়ী ইমরান খান মৃত জামাল খানের পুত্র। ঘটনার বিবরনে জানা যায়, শংকরপুর আশ্রম মোড়ের মৃত সোনা মিয়ার পুত্র আসাদুজ্জামান রিকু ও তার সহযোগীরা এদিন সকাল ১০ টার দিকে টাইলস ব্যবসায়ি ইমরান খানের বাড়ি চড়াও হয়ে তাকে হত্যার চেষ্টা করে। এসময় তার পকেটে থাকা ৫৫ হাজার টাকা তারা ছিনিয়ে নেয়। তাকে হত্যার উদ্দেশ্যে চাকু দিয়ে আঘাত করে। ইমরান খান চিৎকার দিলে আশে পাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এগিয়ে আসা আনোয়ার হোসেন, মহিদুল ইসলাম সালেহা বেগমসহ অন্য লোকজন আহত টাইলস ব্যবসায়িকে হাসপাতালে ভর্তি করে। আহত টাইলস ব্যবসায়ি ইমরান খান জানান, একই সন্ত্রাসীরা এর আগে তার ইয়ামাহা মটর সাইকেল ছিনতাই করে। পরে সমাজসেবীদের মধ্যস্থতায় তিনি কিছুদিন পরে মটর সাইকেলটি ফেরত পান। তবে সেই ঘটনাটি ভোলেনি সন্ত্রাসী রিকু। এদিন সে সাঙ্গ পাঙ্গসহ হাজির হয়ে প্রথমে তাকে হত্যার চেষ্টা চালায়। এসময় তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়। এ বিষয়ে তিনি কোতয়ালি মডেল থানায় অভিযোগ করেছেন। পুলিশ অভিযোগটি গ্রহন করেছে। তবে তার জীবনের শঙ্কা কাটেনি। তিনি সন্ত্রাসী কতৃক আরো ক্ষয় ক্ষতি ও অন্যান্য হয়রানির আশঙ্কা করছেন। বিষয়টি চাঁচড়া পুলিশ ফাঁড়িকেও জানানো হয়েছে। জানা গেছে, আসাদুজ্জামান রিকু আশ্রম মোড়ের চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে আদালতে ও থানায় কয়েকটি মামলা রয়েছে। সে একটি সন্ত্রাসী বাহিনীর চিহ্নিত সন্ত্রাসী। বিভিন্ন অপকর্ম করা সর্ত্তেও কেউই ভয়ে তার বিরুদ্ধে মুখ খুলতে পারেনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here