সাংবাদিক সুভাষ দত্তের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিকদের মৌন মিছিল

0
300

কয়রা (খুলনা) প্রতিনিধি:-খুলনার কয়রায় পেশাগত দায়িত্ব পালনকালে ৩ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছে কয়রার কর্মরত সাংবাদিকরা। নির্মম ভাবে সন্ত্রাসী হামলার শিকার সাংবাদিক সুভাষ দত্তের হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীদের এখন পর্যন্ত দৃষ্টান্ত মুলক শাস্তি না হওয়ায় ােভ প্রকাশ করেন উপস্থিত সাংবাদিকরা। মৌন মিছিল টি বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বর ও আদালত চত্বর হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদণি করেন। মৌন মিছিল শেষে সদরের তিন রাস্তা মোড়ে সংপ্তি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সাংবাদিকরা সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চিহ্নিত সন্ত্রাসী ও তাদের পৃষ্ঠপোষকদের গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। আর তা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here