সাড়াপোল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দিশেহারা ঋণগ্রস্ত দোকানদার

0
422

অরবিন্দ দাস ভ্রাম্যমাণ প্রতিনিধি ঃ যশোরের মণিরামপুরে আটটি দোকান পুড়ে ভস্মিভূত হয়েছে। বুধবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার সাড়াপোল বাজারে ঘটনাটি ঘটে। খবর পেয়ে মণিরামপুর ও সদর উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততণে দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়। রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।তিগ্রস্তরা হলেন বাজারের আবু শাহীনের খাবার হোটেল, জয়নাল আবেদীনের ডেকোরেটর ও ফার্নিচারের দোকান, সবুজ হোসেনের মুদি দোকান, সোহাগ হোসেনের ইলেক্ট্রনিক্সের দোকান, রবিউল ইসলামের কম্পিউটার ট্রেনিং সেন্টার, আফসার আলী ও বজলুর গাজীর চা দোকান এবং আইয়ুব আলীর সেলুন ঘর। শাহিনের খাবার হোটেলের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে জানান ফায়ার সার্ভিস ও পুলিশ। এতে প্রায় ৩৫ লাখ টাকার য়তি হয়েছে। স্থানীয় ইউপি সদস্য শফিয়ার রহমান বলেন, রাতে হোটেলের চুলার ওপর কাঁচা কাঠ দিয়ে বাড়ি চলে যান শাহিন। পরে চুলার সেই কাঠে আগুন লেগে হোটেল ধরে যায়। এরপর একে একে পাশের সাতটি দোকানে আগুন লাগে। বাজারের নৈশপ্রহরীরা আগুন দেখতে পেয়ে হোটেলের দরজা ভেঙে ভেতরে ঘুমিয়ে থাকা আল-আমিন ও উজ্জ্বল হোসেন নামে দুই যুবককে উদ্ধার করেন। আল আমিন ও উজ্জ্বল ওই হোটেলে কাজ করেন। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে ফায়ার সার্ভিসে খবর দেন।
মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ‘খবর পেয়ে আমাদের টিম ভোর চারটার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। তার আগে আমাদের যশোরের টিম ঘটনাস্থলে আসে। প্রায় দেড়ঘণ্টা চেষ্টা করে ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’তিনি বলেন, ‘হোটেলের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।’
মণিরামপুর থানার এসআই হাসান বলেন, ‘আগুন লেগে সাড়াপোল বাজারের আট দোকান পুড়ে গেছে। রাতেই আমরা ঘটনাস্থলে যাই। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর তালিকা ও তির পরিমাণ নির্ধারণ করে পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here