ঝিকরগাছায় ২০বিঘা জমির আম গাছ কেটে দিলো দুর্বৃত্তরা

0
3039

জসিম উদ্দিন : যশোরের ঝিকরগাছায় ১৮ জন আমচাষীর ২০বিঘা জমির আমগাছ কেটে কোটি টাকার তি সাধন করেছে সংঘবদ্ধ দুর্বৃত্তরা। গাছগুলি ২-৮ বছর যাবত পরিচর্যা করা হচ্ছিলো। বুধবার রাতে উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের খরুষা গ্রামে হিংসাত্মক এমন ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এঘটনায় তিগ্রস্ত হয়ে মানষিক ভাবে ভেঙ্গে পড়েছেন আম চাষিরা। এ ব্যাপারে খরুষা গ্রামের মৃত আমির হোসেন মোড়লের ছেলে দিপু আহম্মেদ তিগ্রস্ত আমচাষীদের পে ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। দিপু আহম্মেদ স্বারিত লিখিত অভিযোগে জানা যায়, বিগত কয়েক বছর চাষীরা ধান, পাট চাষ করে কাঙ্খিত দাম না পাওয়ায় আম চাষের দিকে ঝুঁকে পড়ে। ফলে খরুষা গ্রামের মাঠে আমচাষীদের অসংখ্য আমবাগান গড়ে উঠে এবং আমচাষীরা আমচাষ করে অনেক লাভবান হয়ে আসছিলো।
বৃহস্পতিবার ভোরে েেত কাজ করতে গিয়ে চাষীরা দেখতে পায় খরুষা গ্রামের আমচাষী দিপু আহম্মেদের (৩বিঘা), আতাউর রহমানের (১৭ কাঠা), ফজলুর রহমানের (২৫ কাঠা), আব্দুল মালেকের (১৫ কাঠা), আব্দুল খালেকের (১৫কাঠা), মৃত বাবর আলীর (৬ কাঠা), মশিয়ারের (১৫ কাঠা), তাহাজ্জত হোসেনের (১৭ কাঠা), মৃত তোফাজ্জেল হোসেনের (১৭ কাঠা), মৃত আলতাফ হোসেনের (১৭ কাঠা), শাহাজানের (২বিঘা ১০ কাঠা), আব্দুল মান্নানের (১৫ কাঠা), মুনছুর আলীর (১০ কাঠা), আতিয়ারের (১ বিঘা ১০ কাঠা), আব্দুল করিমের (১ বিঘা), মিজাক আলীর (৬ কাঠা) সহ আরও অন্যান্য আমচাষীদের আমগাছ কে বা কাহারা গোড়া থেকে কেটে মাটিতে নামিয়ে দিয়েছে। যার আর্থিক তির পরিমাণ আনুমানিক এক কোটি টাকা। দিশেহারা হয়ে পড়া আমচাষী শাহাজান জানান, আমার আড়াই বিঘা জমির আম গাছ দুর্বৃত্তরা কেটে আমার আর্থিকভাবে অনেক তি করেছে। মানসিক কষ্টে আমি আর আমার জমিতে যেতে পারছিনা। আমচাষী আতাউর রহমান জানান, আমি অনেক আশা নিয়ে আমচাষ শুরু করেছি। দুর্বৃত্তরা আমাদের এইভাবে তি করলো আমরা ছেলে-মেয়ে নিয়ে না খেয়ে মারা যাব। আম চাষীদের লিখিত অভিযোগের ভিত্তিতে শিওরদাহ পুলিশ ফাঁড়ির এ এস আই সোহেলরানা আম চাষীদের তিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। এসময় তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এমন ন্যাক্কারজনক বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। কোন কু পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আম চাষিদের প থেকে অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলছে। সত্য উৎঘাটনের সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here