দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা : “১৮বছরের আগে বিয়ে নয় ২০বছরের আগে সন্তান নয়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী দশমিনা উপজেলায় বাঁশবাড়িয়া ইউনিয়নে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃতানিয়া ফেরদৌস এর সভাপতিত্বে একমাত্র কৈশোর স্বাস্থ্য সেবা কর্নার উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ মিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রবিউল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি কাজী আবুল কালাম,বাশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন আকন,গছানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খবিরুল ইসলাম রিন্টু, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মোসাঃ রুমা বেগম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জাতীর জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তৃনমূলে স্বাস্থ্য সেবা পৌছে দেয়ার জন্য এই সেবার চালু করেন। পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, কৈশোর স্বাস্থ্য সেবা কর্নারের মাধ্যমে কিশোরীদের না বলা কথা একজন স্বাস্থ্যকর্মী শুনে যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন,গর্ভবতী মায়েদের বিনামূল্যে রক্তের গ্রুপ,হিমোগ্লোবিন পরীক্ষা সহ বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রদান করা হবে। অনুষ্ঠানের সভাপতি সমাপনী বক্তব্যে বলেন,দশমিনা উপজেলায় একমাত্র কৈশোর স্বাস্থ্য সেবা কর্নার আজ থেকে চালু করা হলো। এখানে গর্ভবতী মহিলাদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেয়া হবে এবং কৈশোরে অনেক বালিকারা তাদের শারিরীক সমস্যার কথা পরিবারের কাছে বলতে লজ্জাবোধ করে তাই তাদের উন্নত স্বাস্থ্য সেবার জন্য গনপ্রজাতন্ত্রী বাংদেশ সরকারের স্বাস্থ্য বিভাগ এই ব্যবস্থা গ্রহন করেছেন। অনুষ্ঠানে গর্ভবতী মহিলাদের প্রত্যেককে গর্ভকালীন সময়ের জন্য সঞ্চয়ী ব্যাংক তুলে দেন।