বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ঝিকরগাছায় মানববন্ধন

0
223

মোহাম্মদ আলী জিন্নাহ, স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে যশোরের ঝিকরগাছায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বিবর্তন ঝিকরগাছা, সম্মিলীত সাংস্কৃতিক জোট, উদীচী শিল্পীগোষ্ঠী যৌথ্যভাবে মানববন্ধন কর্মসূচি পালন করে। শুক্রবার বিকালে ঝিকরগাছা প্রেসকাবের সামনে যশোর-বেনাপোল মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উক্ত মানববন্ধন বক্তরা ন্যাক্কারজনক ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উগ্রবাদী সাম্প্রদায়িক ধর্মীয় মৌলবাদীদেরকে দায়ী করে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও জাসদ সভাপতি রশিদুর রহমান রশিদ, বিবর্তন ঝিকরগাছা শাখার সভাপতি স্বপন কুমার বিশ্বাস, সাধরণ সম্পাদক সুজন কুমার দত্ত, সেবক যশোর জেলা শাখার সভাপতি মতিয়ার রহমান, জাগরণী ক্রিয়া চক্রের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক তানিস, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধরণ সম্পাদক বাবুল ভক্ত, সহ সাধারণ সম্পাদক শাহিন আহমেদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here