মণিরামপুরের ঝাঁপায় সম্পত্তি দখলের চেষ্টা

0
280

স্টাফ রিপোটার : মণিরামপুরের ঝাঁপায় ভোগ দখলীয় সম্পত্তি অবৈধভাবে দখলের পাঁয়তারা চালাচ্ছে এক ব্যক্তি। সম্প্রতি সে রাতের আধারে ওই জমিতে কাঠের দোকান বসিয়ে দখলের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। জানা যায় মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের ঝাঁপা গ্রামের বাস্ততলা মোড় সংলগ্ন উত্তর দিকের পিচের রাস্তার গা ঘেঁষে ঝাঁপা মৌজার হাল ৮৩৩০ দাগের সম্পূর্ণ জমির মালিক মোকসেদ আলী। মোকসেদ আলীর মৃত্যুর পর ওয়ারেশগন দুই ছেলে মান্নান, ইমান আলী এবং তিন কন্যা ফতেমা শহরবানু ও আছিয়া ওই জমির মালিক হন। এরপর একে একে ওয়ারেশরা সবাই ওই জমি বিক্রি করে দেয়। প্রথমে ২০১৪ সালে মোড়ের পাশ থেকে ওয়ারেশ বড় ছেলে মান্নানের কাছ থেকে ৬ শতক জমি ক্রয় করে গ্রামের সিরাজ ও জাকির। সরেজমিনে দেখা গেছে সিরাজ ও জাকির জমি ক্রয় করার পর সিরাজ তার অংশে ভবন করেছে ও প্রবাসী জাকিরের জমি পড়ে রয়েছে। পড়ে থাকা জাকিরের জমির উত্তর পাশ থেকে পর পর গফুর, জাহান আলী, সুজিতসহ তিন জন ওয়ারেশ গনের কাছ থেকে জমি কিনে ভবন করে দখলে আছে। এর উত্তর পাশ থেকে আব্দুস সালাম ৩ শতক জমি ক্রয় করার পর মতিয়ার রহমানের কাছে বিক্রি করে দেয়। মতিউর রহমান তার জমি দখলে রয়েছে। এদিকে প্রবাসী জাকিরের জমি ফাঁকা পড়ে থাকায় সম্প্রতি জসীম উদ্দীন নামের এক ব্যক্তি ঐ জমি দখল করার পায়তারা চালাচ্ছে। এমনকি গত সোমবার রাতে সে তার সহপাঠী আবুল, মালেক সহ ১০/১২ জনকে নিয়ে লর্ড স্টাইলে জমির উপর একটা কাঠের দোকান ঘর তুলে দিয়েছে। পরের দিন সকালে গোলযোগ হবার সম্ভবনা ভেবে সংবাদ পেয়ে ঝাঁপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওয়াসিম আকরাম ঘটনাস্থলে এসেছিলেন।
এ বিষয়ে পাশের জমির মালিক সুজিত বলেন, আমার জানামতে জাকির ঐ জমি কিনেছে। সে বিদেশ থাকায় জমি খালী পড়ে আছে। স্থানীয় গোলাম মোর্শেদ বলেন ওই জমি জাকির কিনে ফেলে রেখেছে এটাই আমি জানি। কথা হয় ঝাঁপা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের ওরফে তকব্বরের সাথে তিনি বলেন, আমার জানামতে মান্নানের কাছ থেকে ছয় বছর আগে ওই জমি জাকির কিনেছে। সে অস্ট্রেলিয়ায় থাকায় তার বোনেরা থেকে জমি মেপে সীমানা দিয়ে রেখেছে। সেই জমিতে জসীম কাঠের দোকান ঘর তুলে ব্যবসা করবে কি দখলে যাবে তা আমার জানা নেই। এ বিষয়ে মতিয়ার জানাই, আমি সালামের কাছ থেকে ঐ দাগের যে ৩ শতক জমি কিনেছে তা আমার দখলে আছে। জমি বিক্রেতা আব্দুল মান্নান জানায়, জাকির ও সিরাজ আমার কাছ থেকে ৬ বছর আগে ৬ শতক জমি কিনেছে। জাকির অস্ট্রেলিয়ায় থাকায় তার অংশের ৩ শতক জমি খালি পড়ে রয়েছে। জাকিরের পরিবার জানাই, জাকির বিদেশ থাকায় জমি কিনার পর মেপে সীমানা করে রেখে দিয়েছি। এ বিষয়ে ঝাঁপা পলিশ ফাঁড়ির ইনচার্জ জানাই, ঘটনাস্থলে গোলযোগ হতে পারে এমন সংবাদ পেয়ে আমি সেখানে সকালে যাই এবং উভয়কে আইনের সহয়তা নিয়ে কথা জানাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here