স্টাফ রিপোর্টার : যশোর শহরতলীর চাঁচড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ রাশেদুল ইসলাম রাহুল (২৫) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুর পৌনে একটার দিকে তাকে আটক করা হয়।
আটক রাশেদুল ইসলাম চাঁচড়া চেকপোস্ট এলাকার নাজিম উদ্দিনের ছেলে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লে. এম সারোয়ার হুসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন একজন সশস্ত্র সন্ত্রাসী চাঁচড়া এলাকায় ঘোরাফেরা করছে। এরপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে যশোর কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।