আবেদন শুরু ১৫ই ডিসেম্বর থেকে ।। সরকারি স্কুলে লটারি হবে অনলাইনে

0
445

স্টাফ রিপোর্টার : মাধ্যমিক পর্যায়ের সরকারি স্কুলে ভর্তির জন্য অনলাইনে আবেদন শুরু হবে আগামী ১৫ই ডিসেম্বর। আবেদন গ্রহণ চলবে ২৭শে ডিসেম্বর পর্যন্ত। ৩০শে ডিসেম্বর সফটওয়্যারের মাধ্যমে ভর্তি লটারি অনুষ্ঠিত হবে, সে দিন বিকেলে ফলাফল প্রকাশ করা হবে।
বিষয়টি নিশ্চিত করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর উপপরিচালক এনামুল হক। তিনি বলেন, ঢাকার সরকারি মাধ্যমিক বিদ্যালয় ভর্তি নীতিমালা অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
তিনি আরো বলেন, আগের মতো আর স্কুলে বড় আয়োজনের মাধ্যমে লটারি অনুষ্ঠিত হবে না। একটি সফটওয়্যারের মাধ্যমে ভর্তি লটারি অনুষ্ঠিত হবে। টেলিটক মোবাইল কম্পানির সহায়তায় এটি পরিচালিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here