ঝিকরগাছায় পানিসারা ফুটবল টুর্নামেন্টে সোনাকুড় যুব সংঘ চ্যাম্পিয়ান

0
270

স্টাফ রিপোর্টার, ঝিকরগাছা : ‘মাদককে না বলুন, খেলার মাঠে ফিরে আসুন’ এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা যুব সমাজের আয়োজনে পানিসারা স্কুল মাঠ প্রাঙ্গনে পানিসারা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় প্রথম অধ্যে বর্ণী যুব সংঘ ১ গোল ও সোনাকুড় যুব সংঘ ১ গোল করেন। পরে ট্রাইবেকারে সোনাকুড় যুব সংঘ ১ গোলে চাম্পিয়ান হন। শুক্রবার বিকেল ৪টায় বর্ণী যুব সংঘ ও সোনাকুড় যুব সংঘের মধ্যে ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাকের প্রতিনিধি শিওরদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মিজানুর রহমান। পানিসারা ফুটবল টুর্নামেন্টের সভাপতি মীর ফারুক আহম্মদের সভাপতিত্বে ও সাবেক ফুটবলা খেলোয়াড় মীর বাবর জান বরুনের প্রধান পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর সন্তান ও ফুটবল খেলোয়াড় মীর ওয়াহীদ রেহমান তাজিন, পানিসারা ফুটবল টুর্নামেন্টের সেক্রেটারি খালিদ হাসান মিলন, পানিসারা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি শহীদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সাহাবুদ্দিন আহমেদ, সেবক যশোর জেলা শাখার সভাপতি মতিয়ার রহমান, প্রচারে ছিলেন, আব্দুল আলীম ও মহিদুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here