দশমিনায় থানার টয়লেটে বিষপানে আত্মহত্যার চেষ্টা

0
299

দশমিনা(পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর দশমিনা উপজেলার থানার টয়লেটে বিষপান করে লিটন খান নামক একজন যুবক আতœহত্যার চেষ্টা করে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের মোঃ লিটন খান (৩৫) এর সাথে বাঁশবাড়িয়া রজ্জবিয়া দাখিল মাদ্রাসার সুপারের সাথে জমিজমা নিয়ে বিরোধ করে আসছে। অত্র মাদ্রাসার সুপার মাওলানা সিহাবউদ্দিন গত রবিবার বিকালে অফিসার ইনচার্জ দশমিনা থানা বরাবর মোঃ লিটন খানের বিরুদ্ধে মাদ্রাসার জমিতে ঘর নির্মান,পুকুরের মাছ বিষ প্রয়োগ করে ধরে নেয়া,মাদ্রাসার জমিতে অবৈধভাবে গাছ রোপন সংক্রান্ত বিষয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অফিসার ইনচার্জ দশমিনা থানা মোঃ লিটন খানকে থানায় ডেকে আনেন। লিটন খান কে ডিউটি অফিসারের রুমে বসিয়ে রাখা হয় এবং বলা হয় মাগরিবের নামাজের পড়ে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করা হবে। হঠাৎ করে লিটন খান টয়লেটে যাবার কথা বলে টয়লেটে গিয়ে বিষপান করে। লিটনের ডাকচিৎকার শুনে পুলিশ টয়লেটের দিকে গেলে লিটন বলে আমি বিষ পান করেছি। পুলিশ তাৎক্ষনিক লিটন খানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক ডাঃ নূরে-ই আবেদিন সিফাত তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। লিটন খান গত সোমবার রাতে বরিশাল শেরে-ই-বাংলা হাসপাতালে মারা যায়। লিটনের মরদেহ বরিশাল মর্গে ময়না তদন্তের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এই সংক্রান্ত বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয় যার নং ৩৬৬।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here