নড়াইলের পল্লীতে নানা বাড়ি বেড়াতে এসে অগ্নিদগ্ধে নাতনির মৃত্যু

0
286

নড়াইল প্রতিনিধি ঃ নানা বাড়ি বেড়াতে এসে অগ্নিদগ্ধে নাতনি শ্রাবন্তীর (৫) মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে নড়াইলের কালিয়া উপজেলার বড়নাল-ইলিয়াসাবাদ ইউনিয়নের রাজাপুর গ্রামে। দিবা গত রাত ১০টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা। শ্রাবন্তী খুলনার তেরখাদা উপজেলার ইন্দুরহাটী গ্রামের হেকমত শেখের মেয়ে। গত বৃহস্পতিবার সকালে মায়ের সাথে নানাবাড়ি বেড়াতে আসে শ্রাবন্তী। পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে শ্রাবন্তী ঘুমিয়ে পড়লে তার মা পাশের ঘরে টিভি দেখতে যান। রাত ১০ টার দিকে হঠাৎ করে ওই ঘরে (শ্রাবন্তী ঘুমিয়ে থাকা ঘর) আগুন দেখতে পান পরিবারের সদস্যরা। আগুন নেভানোর আগেই ঘরটি পুড়ে যায়। পরে শ্রাবন্তীর মৃতদেহ উদ্ধার করা হয়। কালিয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। এ ব্যাপারে আরো খোঁজখবর নেয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here