স্টাফ রিপোর্টার (চৌগাছা) যশোর : বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর ও উগ্র সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে গনপ্রতিরোধ গড়ে তুলতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে যশোরের চৌগাছার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪ টায় চৌগাছা বাজারের বঙ্গবন্ধু ম্্ুযরালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট চৌগাছা উপজেলা শাখার সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, সাধারণ সম্পাদক নাট্য শিল্পী আনিচুর রহমান, সহকারী অধ্যাপক শাহনুর রহমান, নাট্য শিল্পী মাষ্টার মফিজুল আলম, আনন্দ মহন দেব, আবু হাসান (আসাফো), অলিমপপ্রিয়া দে, কন্ঠ শিল্পী আলি রমজান রুমি, শফিকুর রহমান, অপরুপ রায়, শান্তা, বিপুল কুমার, আলাপনা পান্ডে প্রমুখ। মানববন্ধনে ধর্মের নামে রাজনীতি বন্ধ, বঙ্গবন্ধুর ভাস্কার্য ভাংচুরের মদদ দাতাদের বিচার এবং মৌলবাদীদের ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে
অসম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। এ মানববন্ধনে ছয়াপথ, কিশোর সংগীত একাডেমী, সপ্তক, আসাফো এর শিল্পীরা উপস্থিত ছিল।















