বিয়ে করলেন অপর্ণা

0
807

বিনোদন ডেস্ক : বিয়ে করলেন দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ। গতকাল মধ্যরাতে সনাতন ধর্মীয় রীতি অনুসারে চট্টগ্রামের আগ্রাবাদের লোকনাথ বাবার মন্দিরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী। এর আগে ৭ ডিসেম্বর রাতে চট্টগ্রামের নিজ বাড়িতে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আশীর্বাদ অনুষ্ঠান সেরেছিলেন তারা। অপর্ণার স্বামী সত্রাজিৎ দত্ত পেশায় তথ্যপ্রযুক্তি প্রকৌশলী। তিনি জাপানে কর্মরত। অপর্ণা বলেন, দোয়া চাই সবার কাছে। জীবনের নতুন ইনিংস শুরু করলাম। সবকিছু হুট করে হয়ে যাওয়াতে কাউকে কিছু জানাতে পারিনি।
ইচ্ছে আছে আগামী বছরের মে মাসে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবো। শোবিজের সবাইকে বন্ধু-সহকর্মীদের আমন্ত্রণ জানাবো। ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা চারের একজন নির্বাচিত হন অপর্ণা। এরপর নিয়মিত হয়ে ওঠেন টেলিভিশন ও বিজ্ঞাপনের পর্দায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here