উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাথীর নির্বাচন পরবর্তি নেতা কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত

0
360

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : বাঘারপাড়া উপজেলা পরিষদের নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভিন সার্থী গতকাল বিকালে আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় নেতা কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন । এর আগে তিনি সকলকে নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্প মাল্য অর্পণ করেন। দলীয় কার্যালয়ে সাথী উপস্থিত হলে দলীয় নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার আগে নিহত টিটোর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরাবতা পালন করেন উপস্থিত সকলে। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহসভাপতি আতিয়ার রহমান সরদার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি আবু বক্কর সিকদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হোসেন বিশ্বাস, মুক্তিযোদ্ধা শহিদুল্যাহ খন্দকার, সহকারি অধ্যাপক নজরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার বিপুল ফারাজি, ইকবাল হোসেন, দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, নারিকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের আবুল সরদার, জামদিয়া ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুল, বাসুয়াড়ি ইউপি চেয়ারম্যান আবু সাঈদ সরদার, বন্দবিলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ডাকু, নারিকেলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার এমদাদ হোসেন, ধলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম (রবি), জামদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক আরিফুল ইসলাম তিব্বত, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুবলীগের যুগ্ন আহবায়ক জুলফিক্কার আলী জুলাই, আওয়ামীলীগ নেতা ইউনুস শেখ, আসাদুজ্জামান ছিশতি, ছাত্রলীগের উপজেলা কমিটির সভাপতি বায়েজিদ হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here